Beyond Textbooks: Nurturing Your Child's Learning Through Social Interaction and Play

10 Dec, 2023

A child reflects the confidence of their parents. Make up for it if you don't feel confident in yourself. Your son will regain his self-assurance. Embracing both your positive and negative traits without attempting to alter who you are is the best way to boost your self-confidence. Since children must learn how to manage their anxiety, you must first learn how to manage your own anxiety. Rather than trying to avoid anxiety, the best way to deal with it is to accept it as a necessary part of life. Because of this, anxiety should be viewed as a challenge in a virtual reality game, not a part of life itself. Ensure that textbooks have no role in your child's education.

Encourage him to use cutting-edge educational toys, books, resources, mobile applications, or online content. Spend more time with him at the homes of relatives or in stimulating social situations. Encourage him to play sports with them and assist him in finding friends outside of school who share his interests. With a level head, explain to him the realities of life. Inform him that he is not an exception to the rule that everyone has both positive and negative experiences throughout their lives.

 

মা-বাবার আত্মবিশ্বাস সন্তানের মধ্যে প্রতিফলিত হয়। সুতরাং আপনাদের নিজেদের আত্মবিশ্বাসে ঘাটতি থাকলে সেটা পূরণ করুন। আপনার ছেলের আত্মবিশ্বাস ফিরে আসবে। আত্মবিশ্বাস বাড়ানোর উপায় হলো নিজেকে পরিবর্তনের চেষ্টা না করে নিজের ভালো-মন্দ সকল বৈশিষ্ট্যকে আপন করে নেওয়া। সন্তানের উদ্বেগ মোকাবিলা করা শিখাতে হবে এবং সেজন্য আপনাদেরকে আগে উদ্বেগ মোকাবিলা করা শিখতে হবে। উদ্বেগ মোকাবিলা করার উপায় হচ্ছে উদ্বেগকে এড়ানোর চেষ্টা না করে এটাকে জীবনের অপরিচ্ছেদ্য অংশ হিসেবে আপন করে নেওয়া। সেজন্য জীবনকে ভার্চুয়াল রিয়ালিটি গেম হিসেবে নিতে হবে এবং উদ্বেগকে এই গেমের ডিফিকাল্টি পয়েন্ট হিসেবে স্পোর্টিভলি নিতে হবে। ছেলের শিক্ষা যেন পাঠ্যপুস্তকনির্ভর না হয়, সেটা নিশ্চিত করুন। তাকে ইনোভেটিভ শিক্ষামূলক বই, খেলার সামগ্রী, শিক্ষা-উপকরণ, মোবাইল অ্যাপ বা ওয়েব-কনটেন্ট ব্যবহারে উদ্বুদ্ধ করুন। তাকে নিয়ে উদ্দীপনাময় সামাজিক পরিমণ্ডলে বা আত্মীয়-স্বজনের বাসায় অধিক সময় কাটান। স্কুলের বাইরে তার বয়সী মানবিক বোধসম্পন্ন শিশুদের সাথে তাকে বন্ধুত্ব স্থাপনে সাহায্য করুন, তাদের সাথে খেলাধুলা করতে উদ্বুদ্ধ করুন। তাকে ঠান্ডা মাথায় জীবনের বাস্তবতা বোঝান। তাকে বলুন যে, জীবনের সকল পর্যায়ে ভালো এবং মন্দ উভয় ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে সবাইকেই যেতে হয় এবং সেও এর ব্যতিক্রম নয়।

Connect with us
for gamING update.